Posts

Showing posts from May, 2022

আমাদের অনেক স্টুডেন্টই এই কোর্স করে বর্তমানে সফল

Image
  বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা এবং অনেকেই এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে থাকেন। কিন্তু শুধু এই একটি পেশার উপর নির্ভর করার কারণে অনেকেই একসময় হতাশায় ভোগেন। উল্লেখযোগ্য কারণের মধ্যে প্রোফাইল ব্যান হয়ে যাওয়া, ইনকামের লিমিটেশন, এবং কাজের প্রেসার! এছাড়াও যারা অনলাইনে ক্যারিয়ার গড়তে চান কিন্তু কি নিয়ে শুরু করবেন ভেবে পাচ্ছেন না! আপনাদের সবার জন্য একটাই সমাধান আমাদের গুগল এডসেন্স প্যাসিভ ইনকাম আপডেট কোর্স টি। আমাদের অনেক স্টুডেন্টই এই কোর্স করে বর্তমানে সফল এবং স্ট্যাবল আর্নিং জেনারেট করছে, আলহামদুলিল্লাহ। তাহলে আর কি ভাবছেন? এখনই জয়েন করে ফেলুন আমাদের কোর্সে ।

সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।

Image
  দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন। অতঃপর.... সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন। এই মা মারাত্মক রোগে আক্রান্ত। যার কারণে কোন বাচ্চা নিতে পারছিলেন না! দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে বড় ধরনের রিস্ক নিয়েছেন সন্তান নেয়ার জন্য। হয়তো সন্তান বাঁচবে না হয় মা! এরপর ডাক্তার তার সবটুকু দিয়ে ৭ ঘন্টার চেষ্টায় বললো, বাচ্চা এবং মা দুই জনকে একসাথে বাঁচানো সম্ভব নয়। সর্বশেষ ডাক্তার সিদ্ধান্ত নিলেন - বাচ্চার মাকে জিজ্ঞেস করবেন, তিনি কী করতে চান? বাচ্চাকে বাঁচাবেন, না কি নিজের জীবন? মা নিজেই নিভে গিয়ে বাচ্চাকে আলো দিতে রাজি হলেন.. অপারেশন এর পর মা তার ফুটফুটে বাচ্চাটিকে তার মুখের কাছে নিয়ে চুমু খেলেন,বুকে জড়িয়ে নিলেন। মাত্র দুই মিনিট পর হাসি দিয়ে চোখ বন্ধ করলেন সারা জীবনের জন্য।মা হিসেবে দুই মিনিটের স্বার্থক জীবনের কাছে হার মানল মায়ের পুরোটা জীবন।হাঁ এটাই মায়ের জাত। সারাবিশ্বে হাজারেরও বেশি মা প্রতি বছর মৃত্যুবরণ করেন বাচ্চা জন্ম দেয়ার সময়। সৃষ্টিকর্তা প্রত্যেক সন্তানকে মায়ের সম্মানটুকু দেয়ার জ্ঞান দিক। (আমীন) رَبِّ ارحَمهُما كَما رَبَّياني صَغيرًا হে আল্লাহ আমা...

মুসলিমদের ইতিহাস বীরে ভরপুর, তাই মুসলিমদের জন্য ইতিহাসের জ্ঞানই যথেষ্ট।

  পশ্চিমাদের কোনো বীর নেই, সে কারণে তারা ফিল্ম দেখেই আত্মতৃপ্তিতে ভোগে। কিন্তু মুসলিমদের ইতিহাস বীরে ভরপুর, তাই মুসলিমদের জন্য ইতিহাসের জ্ঞানই যথেষ্ট। অবাস্তব ফিল্মের কোনো প্রয়োজন নেই। ----------------------------- কী আছে আমাদের ইতিহাসে? আমাদের আছেন সাহাবী (রাঃ) দের ইতিহাস। আমাদের আছে বদরের ময়দানে ৩১৩ মুসলিম vs ১০০০ মুশরিক এর ইতিহাস। আমাদের আছে মুতার প্রান্তরে ৩০০০ মুসলিম vs ২ লক্ষ রোমান(বাইজেন্টাইন) সৈন্যের ইতিহাস। আমাদের আছে ইয়ারমুকের নদীর তীরে খালিদ বিন ওয়ালিদের অধীনে ৩০,০০০ মুসলিম vs ২ লক্ষ রোমান ( বাইজেন্টাইন) এর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে (সিরিয়া, জর্ডান,লেবানন ও ফিলিস্তিন) থেকে রোমানদের বিতাড়িত করার ইতিহাস। আমাদের আছে কাদেসিয়ার যুদ্ধে ৩৬,০০০ মুসলিম বাহিনী vs ১ লক্ষ সাসানিদ ( পারস্য) বাহিনীর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে (ইরাক ও ইরান) জয়ের ইতিহাস। আমাদের আছে খালিদ বিন ওয়ালিদের হাতে রোমান(বাইজেন্টাইন) ও সাসানিদ(পারস্য) পরাশক্তিকে মাটিচাপা দেয়ার ইতিহাস। আমাদের আছে তারিক বিন জিয়াদের আন্দালুসিয়া(স্পেন) বিজয়ের ইতিহাস, আমাদের আছে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারত(সিন্ধু) বিজয়ের ইতিহাস।...

আসুন সবাই মিলে এই সুন্দর পৃথিবীতে শুদ্ধ নিশ্বাস নিয়ে বাঁচি।

  ধূমপান মৃত্যুর কারণ। এতে আপনার নিজের এবং আপনার আশেপাশের সকলের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। পাবলিক প্লেসে ধূমপান থেকে বিরত থাকুন এবং অন্যকেও বিরত থাকতে উৎসাহিত করুন। আসুন সবাই মিলে এই সুন্দর পৃথিবীতে শুদ্ধ নিশ্বাস নিয়ে বাঁচি। জনসচেনতায় Organic Nutrition Ltd.

আট আটটা সরকারি চাকরি পাওয়া মেহেদি হাসান আত্মহত্যা করেন 29 মে 2022

  একটা-দুইটা না, আট আটটা সরকারি চাকরি পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মেহেদি হাসানের আত্মহত্যা!!! -সহকারি পরিচালক (দুদক) -সহকারী পরিচালক (বেপজা) -সহকারি সমাজসেবা অফিসার (৩৮তম বিসিএস) -৪০তম নন-ক্যাডার। -সহকারি পরিচালক (বঙ্গবন্ধু হাইটেক পার্ক) -সিনিয়র অফিসার (রুপালি ব্যাংক) -সহকারি ম্যানেজার (ডিপিডিসি) -জেনারেল অফিসার (হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন) -৪১তম রিটেন দেওয়া। মেহেদি হাসান বেপজাতে কর্মরত ছিলেন। গতবছর মা মারা যাওয়ার পর থেকেই মানসিক বিষন্নতায় ভুগছিলেন। ২৯ মে বিকেলে আত্মহত্যা করেন তিনি।

বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব সাত কিলোমিটার।

  সনৎ বাবু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক।। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব সাত কিলোমিটার।। একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয়,, তার স্কুলে।। বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায়,, কোনোরকম যানবাহন ছিলো না।। সনৎ বাবু সজ্জন মানুষ,, প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ,, বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন।। ভাগ্য খারাপ হলে,, সেদিন দুই-পায়ের উপর ভরসা ছাড়া কোনো উপায় ছিলো না।। "এত নির্জন জায়গায় কেনো যে সরকার স্কুল খোলে ??" রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে,, সনৎ বাবু এটাই মনে করেন।। একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে ,, সনৎ বাবু একটা স্কুটার কেনেন।। হিরো হোন্ডা কম্পানির পেপ্ট স্কুর্টি।। স্কুর্টি কেনার পরেই তিনি শপথ নিলেন,, প্রতিদিন কাউকে না কাউকে লিফট দেবেন।। কাউকে মানা করবেন না।। কারণ,, তিনি জানতেন,, যখন কেউ লিফট দিতে মানা করে,, তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয়।। সনৎ বাবু যখনই স্কুলে যেতেন,, কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন।। ফেরার সময় ও যে কোনো মানুষকে লিফট দিতেন।। একদিন স্কুল থেকে ফেরার পথে,, একজন অচেনা ব্যাক্তি হাত দেখান।। সনৎ বাবু স্কুর্টি থামিয়ে,, তাকে পিছনে বসিয়ে নেন।। কিছুদুর যাওয়ার পর,, অজ্ঞা...

দীর্ঘ ৭ বছর প্রবাসে কাটিয়ে দিলাম সংসারের ঘানি টানতে টানতে।

  এক কথায় সংসারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিলাম নির্লজ্জ অসহায় হয়ে প্রবাসের মাটিতে। নিজেকে অমানুষ মনে করে যেকোন কাজ করতে দ্বিধাবোধ করি নাই কখনো। সংসারের সুখের পিছনে ছুটতে ছুটতে কখন যে ২৯ বসন্ত শেষ হলো বুঝতে পারিনি। যৌবনে বাতাস এসে বার বার মনে করে দিত যৌবনের সুখে হারিয়ে যেতে। তাই দীর্ঘ ৭বছর পর যৌবনের ডাকে সারা দিতে দেশে গেলাম। বিয়ে সব কাজ ঠিকঠাক করে রাখলো বাবা মা। মেয়ে ও ঠিক করে রাখলো। মেয়েকে আগে থেকে চিনি বলে আমার এ আপত্তি ছিল না। বিয়ে ৩দিন আগের রাতে পরিবারের সবাই আমাকে নিয়ে মিটিং এ বসল। প্রথমে বাবা বলল বিয়ের সব আয়োজন করতে ৬লক্ষ টাকা লাগবে। তখন বাবা বললো আমাকে টাকা দিতে।বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মনে হলে আকাশটা ভেঙে মাথার উপর পড়ল। বাবাকে বললাম আমার কাছে টাকা নাই। যা টাকা বেতন পেতাম সবাইতো আপনাকে দিয়েছি মাসে মাসে। বাবা সহ কেউ আমার কথা বিশ্বাস করলো না। বাবা রেগে সরাসরি বললো টাকা দিলে বিয়ে হবে নয়তো সে কালকে বাড়ি থেকে চলে যাবে। কি করবো বুঝতে পারছিলাম না । দুচোখে অন্দকার দেখতে লাগলাম। বাড়ি চেনা মানুষগুলো অচেনা হয়ে গেল। আমি সবাইকে বার বার বলে কেউকে বিশ্বাস করাতে পারলাম...

একজন ভাইয়ের কথা , মান্থলি স্যালারি যার ৮ লাখ টাকা।

  গত তিন চারদিন আগে একজন ভাইয়ের কথা শুনলাম, মান্থলি স্যালারি যার ৮ লাখ টাকা। বয়সে হয়তো আমার চেয়ে অল্প কয়েক বছরেরই বড় হবেন। স্কুল ফ্রেন্ড আর ছোটবেলার খেলার সাথীদের কথা যদি চিন্তা করি, মান্থলি ইনকাম আমার সবচেয়ে কম। এতই কম যে, তাদের সাথে তুলনাও করা চলে না। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, সানিন! তোমার মন খারাপ হয়? সামান্য দেরি না করেই উত্তর আসে, হয় না। সমবয়সী কেউ যখন চোখের সামনে দিয়ে এলিয়ন প্রিমিও হাঁকায়, আল্লাহ সাক্ষী কখনই মনে হয় না, আমার যদি একটা থাকতো! এ প্রতিযোগিতায় আমি আগেই হার স্বীকার করে নিয়েছি, খারাপ লাগার কথাও না। তবে আমার নিজেকে অনেক ছোট মনে হয়, আমি আমার থেকে বয়সে ছোট কাউকে যখন দেখি, দ্বীনি ইলমে সে আমার থেকে অনেক অগ্রসর। যখন কারো ব্যপারে শুনি, গত ছয় মাসে তার কখনো তাহাজ্জুদ ছুটে নি, খুব ছোট লাগে নিজেকে। আমার এক সহকর্মী। এক সময়ের হিফযের সাথী। তাকে দেখিয়ে, ছোট বেলা থেকেই আব্বা বলতো, ওর মত কেন হতে পারিস না। যতক্ষন জেগে থাকতো, অনবরত তার ঠোট নড়তো। হাফিয এই বন্ধুর তিলাওয়াত ছাড়া অবসর সময় কেটেছে, এরকম দেখা যেতো না খুব সহজে। ঈর্ষা হিংসা হীনমন্যতা আমাদের সবার মাঝেই আছে। ক্ষেত্রগুলোতে কে...

এক হৃদয়স্পর্শী হজ্জের গল্প

  সাঈদ জেদ্দাহ এয়ারপোর্টের ওয়েটিংরুমে বসে ছিলেন। তার পাশে আরো একজন ছিলেন, তিনিও হজ্জ সম্পন্ন করেছেন। নীরবতা ভেঙে মানুষটি বললেন, "আমি একজন ঠিকাদার হিসেবে কাজ করি এবং আল্লাহ আমাকে ১০তম হজ্জ পালন করার সৌভাগ্য দিয়েছেন।" সাঈদ বললেন, "হজ্জ মাবরুর! আল্লাহ আপনাকে কবুল করুন এবং গুনাহ সমূহ ক্ষমা করুন।" . মানুষটি মুচকি হাসলেন এবং সাঈদের দুআর সাথে আমীন বললেন। এরপর বললেন , "আপনি কি এর আগে হজ্জ করেছেন?" সাঈদ বলতে ইতস্ততঃ করলেন। কিছুক্ষণ পর বললেন, "ওয়াল্লাহি! এটা অনেক দীর্ঘ গল্প। আমি চাইনা আমার কথায় আপনার মাথা ব্যাথা হোক! লোকটি বললেন, দয়া করে আমাকে বলুন, আমাদের তো এখানে অপেক্ষা করা ছাড়া এমনিতেই কিছু করার নেই।" . সাঈদ হাসলেন, বললেন “হ্যা, অপেক্ষা দিয়েই আমার গল্পের শুরু! হজ্জে যাবার জন্য আমি অনেক বছর যাবত অপেক্ষা করছিলাম। ফিজিওথেরাপিস্ট হিসেবে ৩০ বছর একটা প্রাইভেট হাসপাতালে কাজ করার পর আমি হজ্জের জন্য যথেষ্ট টাকা জমাতে পেরেছিলাম। যেদিন আমি টাকা তুলতে গিয়েছিলাম সেইদিনই হঠাৎ এক মায়ের দেখা পেলাম যার প্যারালাইজড সন্তানের চিকিৎসা আমি করেছিলাম। সেদিন সেই মা...

আমল কিভাবে করতে হয় শিখে নিন এই বৃদ্ধ লোকটি থেকে

  জুমুআর দিনে সওয়াবের আশায় হেটে হেটে মসজিদে যাচ্ছেন! একজন বাইকার সাহায্য করতে চাইলেও তিনি সাহায্য নেয়নি কারন সওয়াব থেকে বঞ্চিত হবেন তাই এবং জুমুআর দিনে হেটে মসজিদে যাওয়ার ফজিলত এই মর্মে বাইকারকে একটি হাদীছ শুনিয়েছেন । সুবাহানাল্লাহ্

মার্কেটপ্লেসের বাহিরে ক্লাইন্ট জেনারেট করার ক্ষেত্রে আমি অধিকাংশ ফ্রিল্যান্সারকে দেখেছি যারা ফলো-আপ মার্কেটিংটা করেননা

  মার্কেটপ্লেসের বাহিরে ক্লাইন্ট জেনারেট করার ক্ষেত্রে আমি অধিকাংশ ফ্রিল্যান্সারকে দেখেছি যারা ফলো-আপ মার্কেটিংটা করেননা, কিংবা করলেও হয়তো এক দুইবার ট্রাই করে ক্লায়েন্টদের কাছ থেকে পজিটিভ রেসপন্স না পেয়ে হাল ছেড়ে দেন। অথচ বিজনেসে ফলো-আপ মার্কেটিংয়ের মাধ্যমে অল্প পরিশ্রমে বেশি সেলস জেনারেট করা অসম্ভব কিছু নয়। ফলো-আপ মার্কেটিং ক্লায়েন্টকে সার্ভিসের প্রতি অ্যাট্রাক্ট করে, ট্রাস্ট ক্লিয়ার করে এবং সবশেষে সার্ভিস পারচেস করতে সাহায্য করে। আপনি যদি মার্কেটপ্লেসের বাহিরে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড হোন তাহলে ফলো-আপ মেথডটি আপনার কম্পিটিটর থেকে আপনাকে কয়েকধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে।

সরকার চাইলে পদ্মা সেতু থেকে আরো কিছু রাজস্ব আয় করতে পারে

  ১. দূর থেকে দেখলে জনপ্রতি ৫০ টাকা। ২.কাছে থেকে দেখলে ৭০ টাকা, ৩. স্বপ্নে দেখলে ৮০ টাকা! ৪. ইউটিউবে দেখলে ৩০ টাকা। ৫. ছবি তুললে প্রতি ছবি ১৫ টাকা। ৬. কোন নৌযানে করে ভ্রমনের উদ্দেশ্যে কাছাকাছি গেলে ১০০ টাকা। ৭. ভ্রমনের উদ্দেশ্যে নীচ দিয়ে চক্কর মারলে ট্রলারপ্রতি ২০০ টাকা। ৮. হেলিকপ্টারে বসে দেখলে জনপ্রতি ১০,০০০ টাকা; ৯. বিমান থেকে দেখলে যাত্রী প্রতি ৮,০০০ টাকা। ১০. ড্রোন দিয়ে ছবি তুললে বা ভিডিও করলে ৭,০০০ টাকা। ১১. পেছনে সেতু দেখা যায় এমন যায়গায় বাংলা নাটক বা সিনেমার শুটিং করলে প্রতিদিন ৫,০০০ টাকা, অনন্ত জলিল ও জায়েদ খানের ছবি হলে ডাবল। ১২. কাউকে পদ্মা সেতুর কসম দিলে, কসম প্রতি ১,০০০ টাকা। সেতুর ৩ কিলোমিটারের মধ্যেঃ ১৩. পিকনিক করলে ১০,০০০ টাকা। ১৪. বিয়ের অনুষ্ঠান হলে ২০,০০০ টাকা। ১৫. ম্যারেজ ডে করলে ৫,০০০ টাকা। ১৬. প্রেম অফার করলে ৩,০০০ টাকা। ১৭. মুসলমানীর জন্য বিশেষ ছাড় ১,০০০ টাকা

ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর।

  কুসংস্কার~ - ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর। কুকুর ডাকলে লেজ গুছিয়ে, ছিটকে পালায় চোর।। . পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকলে মরণ। হঠাৎ কোন বিপদ নাকি, কাকের ডাকের কারণ।। . পাখি ডাকলে কুটুম আসে, মিষ্টি হাতে নিয়ে। বৃষ্টির মাঝে রোদ হাসিলে, শেয়াল মামার বিয়ে।। . সত্য-মিথ্যা যাচাই করি, টিকটিকির টিক ডাকে। বউ পাগল হয় সেই ছেলেটা, ঘাম থাকে যার নাকে।। . হঠাৎ করে চোখ কাঁপিলে, দুঃখ আসে বটে। বসা নাকি যাবে না ঐ, ঘরেরই চৌকাটে।। . যাত্রা নাকি অশুভ হয়, দেখলে ঝাড়ু পথে। কাড়িকাড়ি টাকা আসে, চুলকালে ডান হাতে।। . ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরুব্বিদের মানা। কুসংস্কারে আমরা আজও, চোখ থাকিতে কানা।।

কুয়েত আর ভাল লাগেনা, দেশে যাব ভাবছি।

Image
  আজ এক বড় ভাইরে বললাম, ৬, ৭ বছরেই অতিষ্ট হয়ে গেছি, কুয়েত আর ভাল লাগেনা, দেশে যাব ভাবছি। ভাই বললেন, ১৬ বছর রানিং কুয়েতে, তোমার ভাবী কথায় কথায় খোঁটা দেয়, কিছুই হল না, ভবিষ্যৎ অন্ধকার, কিসের বিদেশ কর? আরো নানা কথা শুনায়...... পিছনে থাকা মুরব্বি এবার চা শেষ করে আমার কাধে হাত রাখলেন, বললেন কুয়েতে ৩৫ বছর রানিং দেশে একেবারে যাব বলেছি তাই তোমাদের আন্টি সংসার না করার হুমকি দিচ্ছে মানুষের চাহিদার শেষ কোথায়?

এটাকে বাংলাদেশি সিনেমা মনে হচ্ছে না

  "ফ্রান্সের একটি রেস্তোরাঁয় আমরা বসে ছিলাম, আড্ডা মারছিলাম। তখন অভিষেক-ঐশ্বরিয়া জানতে চেয়েছিল, তোমরা কোথা থেকে এসেছ? বললাম, বাংলাদেশ থেকে এসেছি। তখন ওরা জানতে চাইল, এখানে কোনো কারণে এসেছি কি না। তখন বলেছি, আমরাও বাংলাদেশের চলচ্চিত্র তারকা। এরপর তারা জানতে চাইল, তোমরা কী ধরনের সিনেমা নির্মাণ করো। তারপর আমাদের সিনেমার ক্লিপস দেখতে চাইল। ইরানি সিনেমার (দিন : দ্য ডে) ট্রেলার দেখালাম অভিষেক-ঐশ্বরিয়াকে। বলল, এটাকে বাংলাদেশি সিনেমা মনে হচ্ছে না, আমেরিকান সিনেমার মতো... বলিউড সিনেমার মতোই। বলেছি, ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।" -অনন্ত জলিল খবরটা পড়ে 'খুশি: দ্য হ্যাপি' হয়ে গেছি আমি। আমাদের 'দেশ: দ্য কান্ট্রির' মুভির ট্রেলার দেখে অভিষেক-ঐশ্বরিয়ার এমন মন্তব্যে 'গর্ব: দ্য প্রাউড' ফিল হচ্ছে। আপনারাও 'সংবাদ: দ্য নিউজ' পড়ে 'আনন্দ: দ্য প্লেজার'' অনুভব করুন!

ভুমি মালিককে বলুন নিম্ন লিখিত "ভুমির বায়োডাটা" ফরমেট কম্পিউটারের দোকানে পুরন করে, সেই অনুযায়ী সকল কাগজ পত্র বুঝিয়ে দিতে।

Image
  ভুমির বায়োডাটা" ভুমি সম্পর্কে পুর্নাঙ্গ তথ্য উপাত্ত পেতে, ভুমি মালিককে বলুন নিম্ন লিখিত "ভুমির বায়োডাটা" ফরমেট কম্পিউটারের দোকানে পুরন করে, সেই অনুযায়ী সকল কাগজ পত্র বুঝিয়ে দিতে। যদি পুর্নাঙ্গ ভুমির বায়োডাটা না দেয়, তাইলে এই জমি/প্লট/ফ্লাট/ফ্লাটের শেয়ার ক্রয় করা থেকে বিরত থাকুন, কারন সমুহ নিম্নরুপ..... জমিতে কোন ঝামেলা আছে। শক্তিশালী দালাল ও প্রতারক চক্র জরিত আছে। দালালের জন্য ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন না। ব্যাংক একাউন্ট নম্বর না দিলে, অর্থ হাত বদল হয়ে "ঝামেলার ঝুকি" আছে। বিক্রয়ের নামে আপনার টাকা হাতিয়ে নিবে। ৫-১০ বছর হয়রানি পেরেশানির পরে হয়তো টাকা ফেরত পাবেন বা কোন দিনই ফেরত পাবেন না। আপনি ক্রয় করিতে বাধ্য নন কিন্ত বিক্রেতা বিক্রয় করিতে বাধ্য; তাই "দালালি ও প্রতারণা রোধে" ভুমির বায়োডাটা অনুযায়ী সকল কাগজ পত্রের আপডেট স্পষ্ট ফটোকপি, বিভিন্ন তথ্য উপাত্ত, লেনদেনের জন্য "ব্যাংক একাউন্ট", ভুমি মালিককে মোবাইল নম্বর ইত্যাদি.... ভুমি মালিকের "বক্তব্য লিখিত আকারে" টিপ সই সহ নিজে সংগ্রহ করুন। আপনার লক্ষ কোটি টাকার...

একজন যাত্রীকে দেখলাম সীট পেয়েও পুরোটা পথজুড়ে সকল ক্লান্তি, কষ্ট দূরে ঠেলে দাঁড়িয়ে রইল।

  রাত ৮টার কিছু আগে বসুন্ধরা থেকে বাসে রামপুরা আসছিলাম। প্রচন্ড জ্যামের মধ্যে গরমে সব যাত্রীই ঘেমে নেয়ে ভীষণ ক্লান্ত। এরই মাঝে একজন যাত্রীকে দেখলাম সীট পেয়েও পুরোটা পথজুড়ে সকল ক্লান্তি, কষ্ট দূরে ঠেলে দাঁড়িয়ে রইল। কেন, বলতে পারবেন? কারন তিনি যে একজন বাবা। মাথার উপর ঘুরতে থাকা বাসের ছোট্র ফ্যানটি যেন কোলে ঘুমানো মেয়েটির গায়ে শান্তির সবটুকু পরশ বুলিয়ে যায় তাই জন্য এই অক্লান্ত প্রচেষ্টা। বাবা, হ্যাঁ একমাত্র বাবা-ই পারে পৃথিবীর সব দুঃখ কষ্ট থেকে সন্তানকে পরিবারকে পরম মমতায় আগলে রাখতে। বটবৃক্ষের ন্যায় - রোদ, বৃষ্টি, ঝড় সব কিছু থেকে রক্ষা করতে। এই বাবা যাদের এখনো আছেন , কখনো কষ্ট দিয়েন নাহ তাঁদের । মাথার উপরে " বাবা " নামক ছাঁদ টা যেদিন থাকবে না , সেইদিন কোটি টাকা দামের রুফ টপ দিয়েও শান্তি মিলবে না ... ভালো থাকুক বাবা'রা এপাড়ে নয়তো ওপাড়ে

আমার মেয়ে প্রজ্ঞা পারমিতা স্কুল থেকে ফিরে সেদিন হঠাৎ খুব নিবিষ্ট হয়ে গুগল ঘাটছিল।

  মাত্র দুই মাস আগের একটি ঘটনা। আমার মেয়ে প্রজ্ঞা পারমিতা স্কুল থেকে ফিরে সেদিন হঠাৎ খুব নিবিষ্ট হয়ে গুগল ঘাটছিল। দীর্ঘক্ষণ আমার ল্যাপটপ নিয়ে গুগলে ব্যস্ত, যা সচরাচর করে না। কি হয়েছে জানতে চাওয়ায় প্রথমে বলছিল না। শেষে নিজেই জানতে চাইল, "বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর কি কাজী নজরুল ইসলামকে ওষুধ খাইয়ে অসুস্থ বানিয়ে দিয়েছিল?" কোথায় শুনলে? ক্লাসের মিস বলেছে। আর কি কি বলেছে? তিনি বলেছেন, "কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি বিশ্বকবি হতেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ষড়যন্ত্র করে হতে দেয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের সঙ্গে তার বোনের বিয়ে দিয়েছিল। সেই মহিলার মাধ্যমে ওষুধ দিয়ে নজরুল ইসলামকে অসুস্থ বানিয়ে দেয়।" জিজ্ঞেস করলাম, "কোন টিচার বলেছে?" মিসের নাম বলল। তার টেলিফোন নাম্বার সংগ্রহ করে কুশল বিনিময়ের পর জিজ্ঞেস করলাম, "আপা, আপনি কি আজ ক্লাসে ছাত্রছাত্রীদের রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী পড়িয়েছেন?" তিনি বললেন, কথা প্রসঙ্গে আলোচনা করেছি। কি আলোচনা করেছেন? কেন ভাই? আপনি কি বলেছেন, রবীন্দ্রনাথ কাজী নজরুলকে মানসিক অসুস্থ বানিয়ে দিয়েছিলেন যাতে ...