এটাকে বাংলাদেশি সিনেমা মনে হচ্ছে না
"ফ্রান্সের একটি রেস্তোরাঁয় আমরা বসে ছিলাম, আড্ডা মারছিলাম। তখন অভিষেক-ঐশ্বরিয়া জানতে চেয়েছিল, তোমরা কোথা থেকে এসেছ? বললাম, বাংলাদেশ থেকে এসেছি। তখন ওরা জানতে চাইল, এখানে কোনো কারণে এসেছি কি না। তখন বলেছি, আমরাও বাংলাদেশের চলচ্চিত্র তারকা।
এরপর তারা জানতে চাইল, তোমরা কী ধরনের সিনেমা নির্মাণ করো। তারপর আমাদের সিনেমার ক্লিপস দেখতে চাইল। ইরানি সিনেমার (দিন : দ্য ডে) ট্রেলার দেখালাম অভিষেক-ঐশ্বরিয়াকে। বলল, এটাকে বাংলাদেশি সিনেমা মনে হচ্ছে না, আমেরিকান সিনেমার মতো... বলিউড সিনেমার মতোই। বলেছি, ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।"
-অনন্ত জলিল
খবরটা পড়ে 'খুশি: দ্য হ্যাপি' হয়ে গেছি আমি। আমাদের 'দেশ: দ্য কান্ট্রির' মুভির ট্রেলার দেখে অভিষেক-ঐশ্বরিয়ার এমন মন্তব্যে 'গর্ব: দ্য প্রাউড' ফিল হচ্ছে। আপনারাও 'সংবাদ: দ্য নিউজ' পড়ে 'আনন্দ: দ্য প্লেজার'' অনুভব করুন!
Comments
Post a Comment