মার্কেটপ্লেসের বাহিরে ক্লাইন্ট জেনারেট করার ক্ষেত্রে আমি অধিকাংশ ফ্রিল্যান্সারকে দেখেছি যারা ফলো-আপ মার্কেটিংটা করেননা
মার্কেটপ্লেসের বাহিরে ক্লাইন্ট জেনারেট করার ক্ষেত্রে আমি অধিকাংশ ফ্রিল্যান্সারকে দেখেছি যারা ফলো-আপ মার্কেটিংটা করেননা, কিংবা করলেও হয়তো এক দুইবার ট্রাই করে ক্লায়েন্টদের কাছ থেকে পজিটিভ রেসপন্স না পেয়ে হাল ছেড়ে দেন।
অথচ বিজনেসে ফলো-আপ মার্কেটিংয়ের মাধ্যমে অল্প পরিশ্রমে বেশি সেলস জেনারেট করা অসম্ভব কিছু নয়।
ফলো-আপ মার্কেটিং ক্লায়েন্টকে সার্ভিসের প্রতি অ্যাট্রাক্ট করে, ট্রাস্ট ক্লিয়ার করে এবং সবশেষে সার্ভিস পারচেস করতে সাহায্য করে।
আপনি যদি মার্কেটপ্লেসের বাহিরে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড হোন তাহলে ফলো-আপ মেথডটি আপনার কম্পিটিটর থেকে আপনাকে কয়েকধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে।
Comments
Post a Comment