সরকার চাইলে পদ্মা সেতু থেকে আরো কিছু রাজস্ব আয় করতে পারে
১. দূর থেকে দেখলে জনপ্রতি ৫০ টাকা।
২.কাছে থেকে দেখলে ৭০ টাকা,
৩. স্বপ্নে দেখলে ৮০ টাকা!
৪. ইউটিউবে দেখলে ৩০ টাকা।
৫. ছবি তুললে প্রতি ছবি ১৫ টাকা।
৬. কোন নৌযানে করে ভ্রমনের উদ্দেশ্যে কাছাকাছি গেলে ১০০ টাকা।
৭. ভ্রমনের উদ্দেশ্যে নীচ দিয়ে চক্কর মারলে ট্রলারপ্রতি
২০০ টাকা।
৮. হেলিকপ্টারে বসে দেখলে জনপ্রতি ১০,০০০ টাকা;
৯. বিমান থেকে দেখলে যাত্রী প্রতি ৮,০০০ টাকা।
১০. ড্রোন দিয়ে ছবি তুললে বা ভিডিও করলে ৭,০০০ টাকা।
১১. পেছনে সেতু দেখা যায় এমন যায়গায় বাংলা নাটক বা সিনেমার শুটিং করলে প্রতিদিন ৫,০০০ টাকা, অনন্ত জলিল ও জায়েদ খানের ছবি হলে ডাবল।
১২. কাউকে পদ্মা সেতুর কসম দিলে, কসম প্রতি ১,০০০ টাকা।
সেতুর ৩ কিলোমিটারের মধ্যেঃ
১৩. পিকনিক করলে ১০,০০০ টাকা।
১৪. বিয়ের অনুষ্ঠান হলে ২০,০০০ টাকা।
১৫. ম্যারেজ ডে করলে ৫,০০০ টাকা।
১৬. প্রেম অফার করলে ৩,০০০ টাকা।
১৭. মুসলমানীর জন্য বিশেষ ছাড় ১,০০০ টাকা
Comments
Post a Comment