কুয়েত আর ভাল লাগেনা, দেশে যাব ভাবছি।
আজ এক বড় ভাইরে বললাম, ৬, ৭ বছরেই অতিষ্ট হয়ে গেছি, কুয়েত আর ভাল লাগেনা, দেশে যাব ভাবছি।
ভাই বললেন, ১৬ বছর রানিং কুয়েতে, তোমার ভাবী কথায় কথায় খোঁটা দেয়, কিছুই হল না, ভবিষ্যৎ অন্ধকার, কিসের বিদেশ কর? আরো নানা কথা শুনায়......
পিছনে থাকা মুরব্বি এবার চা শেষ করে আমার কাধে হাত রাখলেন, বললেন কুয়েতে ৩৫ বছর রানিং
দেশে একেবারে যাব বলেছি তাই তোমাদের আন্টি সংসার না করার হুমকি দিচ্ছে 
মানুষের চাহিদার শেষ কোথায়?
Comments
Post a Comment