পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় "আল-কারাউইন।
মরক্কো:-
পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় "আল-কারাউইন।
*"ফাতেমা আল ফিহরী"* নামক একজন মুসলিম নারী ৮৫৯ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ।
তিনি তার বাবার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে এই বিশ্ববিদ্যালয় এবং একটি বিখ্যাত মসজিদ নির্মাণ করেন। - তিনি নিজ তত্ত্বাবধানে স্থপতির দায়িত্ব পালন করে এই মসজিদ নির্মাণ করেন।
বিশ্বের সবচেয়ে প্রাচীন লাইব্রেরিও এখানে অবস্থিত।
কালো টুপি কোট পড়ার প্রচলন দেখি , - তা ,আরব মুসলিম বিশ্ববিদ্যালয়য়েরই অনুকরণ।
মুসলিম বিশ্বের নারীরা কতটা এগিয়েছিলেন, এই বিশ্ববিদ্যালয় ও মসজিদ দেখলেই বোঝা যায়।
নবী সাঃ এর সময়ে মরক্কো থেকে, হিমালয় পর্যন্ত স্থান ইসলামিক রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। -
৬৭০ খ্রিস্টাব্দের উমাইয়া খিলাফতের মাধ্যমে মরক্কোতে ইসলাম প্রবেশ করে।
Comments
Post a Comment