আমি সেই ২০০৬ বিশ্বকাপ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান।
একটা তেতু সত্য উপস্থাপন করি চলুন, আমি সেই ২০০৬ বিশ্বকাপ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান। রোনালদো আজীবন পর্তুগালের "ওয়ান ম্যান আর্মি" ছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড থেকে স্পেন সারা বিশ্বে সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার তাকে অনুসরণ করে। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যার ধারেকাছেও নেই মেসি - নেইমারদের মতো তারকার। কতশত রাত আনন্দে ভাসিয়েছেন আমাদের তা আমরা ভালো করেই জানি। ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লীগ জিতিয়ে মাদ্রিদে এলেন, এখানে এসে চ্যাম্পিয়ন্স লীগ, ব্যালন ডি ওর সবকিছুই জিতলেন। পর্তুগাল টিমে বরাবরই একাই লড়াই করেছেন, তাকে সহযোগিতা করার মতো তারকা পর্তুগাল দলে কখনোই ছিলো না তেমন একটা। ২০২২ এর কাতার বিশ্বকাপে পর্তুগাল তাদের ফুটবল ইতিহাসের সেরা টিমই নিয়ে আসছে। একসাথে এত পজিশনে এত তারকা এর আগে কখনোই পায় নি রোনালদোর পর্তুগাল। কিন্তু যখন এত ভালো ভালো সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো তার দলে পেলেন, ততদিনে তিনি নিজে ক্যারিয়ারের বিদায় বেলায় এসে পড়েছেন, বয়সের ভাড়ে নিজের মতো পারফরম্যান্স ও নুইয়ে পড়েছে। এত এত মিস ক্রিশ্চিয়ানো রোনালদো করবেন, তা হয়তো তাকে যারা পছন্দ করে না, ত...