Posts

Showing posts from December, 2022

আমি সেই ২০০৬ বিশ্বকাপ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান।

  একটা তেতু সত্য উপস্থাপন করি চলুন, আমি সেই ২০০৬ বিশ্বকাপ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান। রোনালদো আজীবন পর্তুগালের "ওয়ান ম্যান আর্মি" ছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড থেকে স্পেন সারা বিশ্বে সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার তাকে অনুসরণ করে। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যার ধারেকাছেও নেই মেসি - নেইমারদের মতো তারকার। কতশত রাত আনন্দে ভাসিয়েছেন আমাদের তা আমরা ভালো করেই জানি। ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লীগ জিতিয়ে মাদ্রিদে এলেন, এখানে এসে চ্যাম্পিয়ন্স লীগ, ব্যালন ডি ওর সবকিছুই জিতলেন। পর্তুগাল টিমে বরাবরই একাই লড়াই করেছেন, তাকে সহযোগিতা করার মতো তারকা পর্তুগাল দলে কখনোই ছিলো না তেমন একটা। ২০২২ এর কাতার বিশ্বকাপে পর্তুগাল তাদের ফুটবল ইতিহাসের সেরা টিমই নিয়ে আসছে। একসাথে এত পজিশনে এত তারকা এর আগে কখনোই পায় নি রোনালদোর পর্তুগাল। কিন্তু যখন এত ভালো ভালো সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো তার দলে পেলেন, ততদিনে তিনি নিজে ক্যারিয়ারের বিদায় বেলায় এসে পড়েছেন, বয়সের ভাড়ে নিজের মতো পারফরম্যান্স ও নুইয়ে পড়েছে। এত এত মিস ক্রিশ্চিয়ানো রোনালদো করবেন, তা হয়তো তাকে যারা পছন্দ করে না, ত...

পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় "আল-কারাউইন।

  মরক্কো:- পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় "আল-কারাউইন। *"ফাতেমা আল ফিহরী"* নামক একজন মুসলিম নারী ৮৫৯ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন । তিনি তার বাবার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে এই বিশ্ববিদ্যালয় এবং একটি বিখ্যাত মসজিদ নির্মাণ করেন। - তিনি নিজ তত্ত্বাবধানে স্থপতির দায়িত্ব পালন করে এই মসজিদ নির্মাণ করেন। বিশ্বের সবচেয়ে প্রাচীন লাইব্রেরিও এখানে অবস্থিত। আমরা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যে , কালো টুপি কোট পড়ার প্রচলন দেখি , - তা ,আরব মুসলিম বিশ্ববিদ্যালয়য়েরই অনুকরণ। মুসলিম বিশ্বের নারীরা কতটা এগিয়েছিলেন, এই বিশ্ববিদ্যালয় ও মসজিদ দেখলেই বোঝা যায়। নবী সাঃ এর সময়ে মরক্কো থেকে, হিমালয় পর্যন্ত স্থান ইসলামিক রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। - ৬৭০ খ্রিস্টাব্দের উমাইয়া খিলাফতের মাধ্যমে মরক্কোতে ইসলাম প্রবেশ করে।

আমরা এই দলের ফ্যান। বঙ্গওয়াজ দল ইনশাআল্লাহ কিয়ামতের কাপ জিতবে।

Image
  এই দলকে আমরা মন্ডিয়াল, দলের পরিকল্পনা: হামলাকারী: ডা. জাকির নাইক ফ্রন্ট লাইন: নাবিল আল-মাওথি, আব্দুলরাহমান গ্রিন এবং ইশু'আ আফানস কেন্দ্রীয়: ফারুক জাকির ও ওসমান বিন ফারুক প্রতিবাদীরা: ইউসুফ চেম্বার, আদনান রশিদ, ওমর আব্দুলকাফি ও শেখ মাকারসি গোলরক্ষক: ডঃ ফয়সাল হাশমি ঈশ্বর তাদের এবং ধর্ম প্রচারকারীদের রক্ষা করুন, ঈশ্বর তাদের সফলতা দান করুন এবং তাদের প্রচারকে আশীর্বাদ করুন। পৃথিবীতে এমন কোন ধর্ম বা আদর্শ নেই যে এই দুনিয়াবী ধর্ম প্রচারকদের পরাজিত করতে পারবে যেখানে বেশিরভাগই হয়েছে খ্রিস্টান, ধর্ম এবং অন্যান্য মতাদর্শ মুসলিম। এদের কাউকে না চিনতে পারলে ইউটিউবে নাম লিখে দিন। নুর পেজ থেকে নেওয়া।