সহজ.কম কে বাংলাদেশের দুর্নীতির ক্ষেত্রে একটা টেক্সটকেস হিসাবে নিয়ে স্টাডি করা দরকার। কেন বললাম এই কথা তার ব্যাখ্যা নিচে
আমরা যারা স্টার্টআপ তথা তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি তাদের প্রায় সবারই প্রত্যাশা যে এই সব উদ্যোক্তাদের কেউ কেউ একটা সময় আমাদের অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করবে। এরা দেশের হাল ধরবে এবং আগামী প্রজন্মের উদ্যোক্তাদের জন্য এরা হবে এক একজন রোল মডেল। সত্যি কথা বলতে সহজ.কম কে যখন বাংলাদেশের অন্যতম দুর্নীতির আখড়া বাংলাদেশ রেলওয়ের টিকিটের দায়িত্ব দেওয়া হলো আমি ব্যক্তিগত ভাবে অনেক খুশি হয়েছিলাম যে যাক এইবার অন্তত কিছুটা পজিটিভ চেঞ্জ আসবে। সাধারণ জনগনের ভোগান্তি হয়তো কিছুটা কমবে। কারন প্রবলেম ড্রিভেন সল্যুশন নিয়ে কাজ করে ব্যবসা করাটাই হলো স্টার্টআপদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সেই সাথে সেবার মান নিশ্চিত করাটাও তাদের একটা কমিটমেন্ট বলা যেতে পারে।
সহজের প্রতিষ্ঠাতা এবং সিইও মালিহা কাদির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল থেকে পড়ালেখা করেছেন। ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইয়ং গ্লোবাল লিডার পুরস্কার পেয়েছেন। ইউ এস এ সিংগাপুরে নোকিয়া, মরগ্যান স্টানলি, স্ট্যান্ডার্ড চাটার্ড সহ বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির বড় পদে কাজ করেছেন।
আমার ধারনা এই সব কিছু ভেবেই হয়তো সহজ কে এই কঠিন দায়িত্ব দেওয়া হয়েছিল।
কিন্তু অল্প সময়ের মাঝেই দেখা গেল যেই লাউ সেই কদু। বিসমিল্লাহই গলদ বলে একটা কথা আছে। সহজ বাংলাদেশ রেলের টিকিট এর দায়িত্ব নেওয়ার শুরু থেকেই তারা ব্যর্থ। সর্ষের মাঝেই ভুত। সহজের কর্মচারী নিজেই বিশাল মাপের দুর্নীতিবাজ।
তখন ভাবলাম যে আমরাই আসলে খারাপ। সিস্টেম ডেভেলপমেন্ট করে লাভ কি যদি না একটা প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেবার মানসিকতা না রাখে। কিন্তু সময়ের সাথে সাথে এটা স্পষ্ট যে বাংলাদেশের অন্য দশটা চামাড়, রক্তচোষা, মুনাফালোভী, দুর্নীতি পরায়ন ব্যবসায়ীদের থেকে মাহিলা কাদির নিজেকে আলদা করতে পারেন নি। দায় এড়ানোর প্রবৃত্তিই বলে দেয় এই প্রতিষ্ঠান এর প্রধানের মানসিকতা।
একের পর এক ঘটনা ঘটে যাওয়া থেকে শুরু করে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী রনির আন্দোলন থেকে ভোক্তাঅধিকারের শুনানি অব্দি সহজ এর মালিকপক্ষ থেকে কোন ধরনের ক্ষমাপ্রার্থনা সুলভ আচরন না করে উলটো নানা ধরনের হুমকি ধামকি প্রমাণ করে যে, আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন কোন বিশ্ববিদ্যালয় বা বড় কর্পোরেট ঠিক করে দিতে পারে না।
আমি মনে করি সহজ শুধু নিজেদের অবস্থান কেই বিতর্কিত করে নি সেই সাথে আগামীদিনের স্টার্টআপদের চলার পথটাও কঠিন করে দিয়ে গেল। ইটস এ বিগ শেম ফর দি হোল ইকোসিস্টেম
Comments
Post a Comment