যে ব্যক্তি পাশা বা দাবা খেললো সে যেন তার হাত শুকরের মাংস ও রক্তে ডুবালো
পাশা হলো আমাদের বর্তমান লুডুর অপর নাম। অনেক ভাই এমন আছেন তারা না জেনেই বহু বছর ধরে লুডু(পাশা) খেলছি নিছক সময় পার করার জন্য। ভাই সময় আল্লাহ্র দেয়া এক অমূল্য সম্পদ যা আপনি কোন কিছুই বিনিময়ে ফিরে পাবেন না। তাই আমাদের উচিত হলো সময়কে অহেতুক কাজে নষ্ট না করা।
.
“যে ব্যক্তি পাশা বা দাবা খেললো সে যেন তার হাত শুকরের মাংস ও রক্তে ডুবালো।”(1)
.
:
“ইমাম আবূ হানীফা ও ইমাম আহমদ ইবন হাম্বল (রহ.) বলেন, “দাবা বা পাশা খেলোয়ারকে সালাম দিবে না, কেননা সে প্রকাশ্যে জঘন্য পাপে লিপ্ত।”(2)
শেষ কথা হলেঃ 
দাবা, পাশা, লুডু, কেরাম অর্থাৎ গুটি জাতীয় সব খেলাই এর অন্তর্ভুক্ত। আগে জানতাম না এখন তো জেনে নিলাম তাই আজ থেকেই এসব খেলা না খেলার নিয়ত করি এবং ছোটদের এসব খেলা থেকে বিরত থাকতে উৎসাহিত করি।
করব তো ইন শা আল্লাহ
ওমা তাওফিকি ইল্লা-বিল্লাহ
1) [সহীহ মুসলিম, হা. ২২৬০; সুনানে আবূ দাউদ, হা. ৪৯৩৯; সুনানে ইবনে মাজাহ, হা. ৩৭৬৩; সুনানুল কুবরা, নাসায়ী; তালখীসুল হাবীর, খ. ৪, পৃ. ৬৩]
2) [মজমু'আল ফাতাওয়া, ৩২/২৪৫]
Comments
Post a Comment