BDMotorcyclist গত ৬ মাসে বাংলাদেশের উত্তরবঙ্গের ও দক্ষিনাঞ্চল মিলিয়ে প্রায় ১১০০ লাইসেন্সধারী মটোরবাইকারকে ডিফেন্সীভ মটোরবাইক ট্রেইনিং দিয়েছি।
আমরা BDMotorcyclist গত ৬ মাসে বাংলাদেশের উত্তরবঙ্গের ও দক্ষিনাঞ্চল মিলিয়ে প্রায় ১১০০ লাইসেন্সধারী মটোরবাইকারকে ডিফেন্সীভ মটোরবাইক ট্রেইনিং দিয়েছি। যাদের প্রত্যেকে গড়ে প্রতিদিন ৭০কিলোমিটার মটোরবাইক চালায় রিজিওনাল ও ন্যাশনাল হাইওয়েতে।
কিন্তু মজার বিষয় হচ্ছে এই ১১০০ রাইডার এর ভিতরে উত্তরবঙ্গের ছিলো প্রায় ৮০০রাইডার আর বাকি প্রায় ৩০০ রাইডার দক্ষিনাঞ্চলের।
উত্তরবঙ্গের প্রায় ৯৯% রাইডার এর মটোরবাইকের লুকিং গ্লাস এর সঠিক সেটিংস সম্পর্কে ধারনাই ছিলো না। এদের ভিতরে ৯৯% এর ধারনা ছিলো ডান দিকে লুকিং গ্লাস দিয়ে পেছনের রাস্তা দেখলেও বাম দিকের লুকিং গ্লাসে নিজের চেহারাই দেখতে হয়।
দক্ষিনবঙ্গেরও প্রায় ৮৯% রাইডার এর মটোরবাইকের লুকিং গ্লাস এর সঠিক সেটিংস সম্পর্কে ধারনাই ছিলো না। এদের ভিতরে ৮৯% এর ধারনা ছিলো ডান দিকে লুকিং গ্লাস দিয়ে পেছনের রাস্তা দেখলেও বাম দিকের লুকিং গ্লাসে নিজের চেহারাই দেখতে হয়।
এই চিত্র থেকে খুব ক্লিয়ারলি বুঝা যায়, আমাদের দেশের বেশীরভাগ মটোরসাইকেল রাইডার এর এই লুকিং গ্লাস এর সেটিংস ও এর ব্যাবহার সম্পর্কে ধারনা খুব ক্ষীন।
আসুন আমরা সবাই সচেতন হই ও লুকিং গ্লাস ব্যাবহারে সচেতন হই।
Comments
Post a Comment