আমরা মানুষরা সৌন্দর্যের প্রেমে পড়ি
সব সৌন্দর্যে যে সুন্দর লুকানো থাকে না তা ,ধাক্কা না খাওয়ার আগ পযর্ন্ত বুঝতে পারিনা ।কিছু মানুষ এই সাপটার মত তার চেহারা সুরত দেখলে কখনই বুঝতে পারবেন না ,তার স্বভাবে এত বিষধর এই সাপের মত । তাদের প্রেমে পড়লে মনে হবে আমি তাজমহল এর মত সৌন্দর্য নিজের কাছে পেয়ে গেছি ।
কিন্তু ধীরে ধীরে দেখতে পাবেন আসলে আপনি যার সৌন্দর্য দেখে প্রেমে পরেছেন সে মানুষটা ভিষন টক্সিক । এই ঘুমন্ত সাপটার মত । এই সাপটাকে দেখলে মনে হবে যেনো কোন ফুল ফুটে আছে ছুয়ে দেখেন জীবন না*শ করার জন্য একটা ছোবলই যথেষ্ট । তেমনি আমারা কিছু সাপের মত সুন্দর মানুষের প্রেমে পড়ি যার প্রথমটায় বুঝে উঠতে আমরা পারিনা । কিন্তু স্বার্থে আঘাত লাগলে বুঝা যায় তার আসল রুপ । সে ভালমানুষির চেহারার আড়ালে থাকে মন ভূলানোর জাদু ।
Comments
Post a Comment