খারাপ জিনিসের আইডিয়াগুলো মেয়েরাই দেয়।

 “একদিন শালী আর দুলাভাই নির্জন জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল।

হঠাৎ শালী দুলাভাইকে বলে উঠলোঃ দুলাভাই এই নির্জন জঙ্গলে আমায় একা পেয়ে আপনি আমার সাথে উল্টোপাল্টা কিছু করবেন না তো? আমার কিন্তু খুব ভয় করছে!
দুলাভাইঃ দেখতে পারছ না আমার এক হাতে লাঠি আর ছাগল অন্য হাতে আছে মুরগি, দড়ি আর একটা বালতি। দুহাতে জিনিস নিয়ে আমি কিভাবে তোমার সাথে উল্টোপাল্টা করবো?
শালীঃ কেন পারবেন না, যদি লাঠি মাটিতে পুঁতে তার সাথে দড়ি দিয়ে ছাগলটাকে বেঁধে দেন আর বালতি টাকে উল্টো করে মুরগিটাকে আটকে দেন তাহলেই তো আপনি সব রকম উল্টোপাল্টা করতে পারবেন আমার সাথে। আমার না দুলা—- ভা—-ই ভীষণ ভয় করছে।”
মূলকথাঃ... ছেলেরা সব সময়ই সরল, নিরীহ, সাদা মনের এবং চরিত্রবান হয়। খারাপ জিনিসের আইডিয়াগুলো মেয়েরাই দেয়।

Comments

Popular posts from this blog

চোখেরজল -------সরওয়ার স্যার

অবিভাবক ছাড়া বিয়ে শুদ্ধ না হওয়ার ব্যাপারে কতিপয় হাদীস:

আজ ফরেক্স ওয়েবিনার XM এর সৌজন্যে