আর এই পোস্টটি যাঁরা পড়ে ঠিক না লিখে চলে গেছে তারা সত্যি ই ভয় পাইছে।
আমার মেয়ে ১৮ বছরের আগে অবৈধ ভাবে শারিরীক সম্পর্ক করলে বাড়িতে পুলিশ আসেনা।
আমার মেয়ে ১৮ বছরের আগে বাড়ি থেকে পালিয়ে গেলে বাড়িতে পুলিশ আসেনা।
আমার মেয়ে ১৮ বছর পেরিয়ে ১৮×২=৩৬ হলেও বাড়িতে পুলিশ আসেনা।
কিন্তু ১৮ বছরের আগে ছেলে মেয়ের সম্মতিতে,
উভয় পরিবারের সম্মতিতে শরিয়াহ্ মোতাবেক সুন্নত তরিকায় বিয়ে দিতে গেলে বাড়িতে পুলিশ ঠিক-ই চলে আসে।
,
আর এই পোস্টটি যাঁরা পড়ে ঠিক না লিখে চলে গেছে তারা সত্যি ই ভয় পাইছে।
Comments
Post a Comment