সাভারে শিক্ষার্থী কর্তৃক শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম দিয়ে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার কে প্রশাসনের সম্মুখে জুতার মালা

 সাভারে শিক্ষার্থী কর্তৃক শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম দিয়ে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার কে প্রশাসনের সম্মুখে জুতার মালা গলায় পরিয়ে প্রকাশ্য অপমান অপদস্ত করার ও সারা দেশে শিক্ষকদের উপর হামলা, মামলা,অবৈধ ভাবে চাকরি চ্যুত করা হত্যার প্রতিবাদে--বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) যশোর জেলা শাখার উদ্যোগে

সাধারণ সম্পাদক ( বাশিস, যশোর জেলা শাখা)
জনাব,এম এ মান্নান এর নের্তৃত্বে শিক্ষকদের কালো ব্যাজ ধারণ ও মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ও অনতি বিলম্বে শিক্ষক সুরক্ষা আইন মহান জাতীয় সংসদে পাস করার দাবী করছি।

Comments

Popular posts from this blog

চোখেরজল -------সরওয়ার স্যার

অবিভাবক ছাড়া বিয়ে শুদ্ধ না হওয়ার ব্যাপারে কতিপয় হাদীস:

আজ ফরেক্স ওয়েবিনার XM এর সৌজন্যে