আরব সাগরের মধ্য দিয়ে চার লেন বিশিষ্ট ২৫ কিলোমিটার লম্বা সেতু

 এটিই একমাত্র সৌদি আরব আর বাহরাইন এই দুই দেশকে স্থলপথে যোগাযোগ করানোর জন্যে আরব সাগরের মধ্য দিয়ে চার লেন বিশিষ্ট ২৫ কিলোমিটার লম্বা সেতু বা কজওয়ে বানানো হয়েছিল ১৯৮৬ সনে। ৩৫ বছর আগে ৮০০ মিলিয়ন ডলারে নেদারল্যান্ডের বালাস্ট নিদাম কোম্পানি এটি বানিয়ে ছিলো।

সৌদি আরবের এমন কোন প্রবাসী বা এমন কোন মোয়াতেনিন বা দেশী মানুষ ছিলোনা যারা এটি দেখতে যাননি। লক্ষ লক্ষ দর্শনাথীদের কোনো মানুষ কোনোদিন ব্রিজের রেলিংয়ের নাটবল্টু পরীক্ষা করতে যায়নি, কেউ নামাজ পড়েনি ব্রিজে, কেউ পেশাব করেনি, আর কোনো মহিলা উদ্ভট ভঙ্গীতে নেচে ভিডিও করেনি।

এই ধরণের বিকৃত মানসিকতা প্রকাশের কারণ কি? যেকোনো কিছুর সঠিক কদর করার মানসিকতা আমাদের হারিয়ে গেছে পুরোপুরি

Comments

Popular posts from this blog

চোখেরজল -------সরওয়ার স্যার

অবিভাবক ছাড়া বিয়ে শুদ্ধ না হওয়ার ব্যাপারে কতিপয় হাদীস:

আজ ফরেক্স ওয়েবিনার XM এর সৌজন্যে